1. admin@detective7.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো ‘গণহত্যা’: ট্রাইব্যুনালে তোলা হচ্ছে মামুন-জিয়াউলসহ আরও ৮ আসামিকে মোস্তফা সরয়ার ফারুকী আশ্বাসে সাংস্কৃতিক কর্মীদের ১৫ নভেম্বর সারা দেশব্যাপী সমাবেশ বাতিল করা হলো। পথনাটকের প্রদর্শনী করে নাট্যকর্মীদের নিরাপত্তার দাবি। বিএনপি নেতা হয়েওআওয়ামী লীগ সহ নিজ দলের কর্মীদের বিরুদ্ধে মামলা করছেন খণ্ডযুদ্ধে হেরেছি, মূল যুদ্ধে এখনো হারিনি বিক্ষোভের মুখে নাটকের প্রদর্শনী বন্ধ শিল্পকলা একাডেমিতে।। সম্প্রতি শুটিং শেষ হলো চলচ্চিত্র ‘নদাই মানবজাতিকে বেঁচে থাকার জন্য বহু-গ্রহের সভ্যতা গড়তে হবে: ইলন মাস্ক এইচএসসির ১ লাখ ৮০ হাজার খাতা চ্যালেঞ্জ ঢাকা বোর্ডে

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে ‘লিয়াকত আলী লাকি’কে বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পঠিত

ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীকে অবশেষে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্যসংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

আর ওই সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।

এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্যসংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

শনিবার ফেডারেশন পুনর্গঠনে গঠিত কমিটি তাদের করণীয় ঠিক করতে প্রথমবার সভায় বসবে বলে জানিয়েছেন মামুনুর রশীদ।

তিনি বলেন, “চার সদস্য ইতোমধ্যে মনোনীত করা হয়েছে। একজন নারী সদস্য যুক্ত হবেন। আমরা পাঁচ সদস্য ফেডারেশন পুনর্গঠনে কাজ করব।”

ফেডারেশনের পুনর্গঠনের কাজটি কতটা চ্যালেঞ্জের হবে প্রশ্নে মামুনুর রশীদ বলেন, “কাজটি এত সহজ হবে না। আবার সবাই মিলে সহযোগিতা করলে কঠিনও হবে না। ফেডারেশনের যে প্রতিবাদী চরিত্র ছিল, তা ফিরিয়ে আনতে কাজ করব আমরা।”

আহ্ববায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী।

সভায় উপস্থিত থাকা ফেডারেশনের নেতৃত্বস্থানীয় পর্যায়ের একাধিকজন বলেছেন, শুক্রবার সকালে প্রথমে নির্বাহী পরিষদের সভায় ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে দুপুরে সাধারণ পরিষদের সভায় সেই সিদ্ধান্তটি উথাপন করলে উপস্থিত সব সদস্যই সমস্বরে বহিষ্কার করার দাবি তোলেন। এ প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park